• শিরোনাম

    রায়গঞ্জে অবৈধ ব্যাটারি ফ্যাক্টরিতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

    রায়গঞ্জে অবৈধ ব্যাটারি ফ্যাক্টরিতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

    apps

    সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ বিধ্বংসী অবৈধ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেঙ্গে দেয়া সহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানায়ায়, উপজেলার ঘুলকা ইউনিয়নের মোরদিয়া গ্রামে আলম ইট ভাটায় নির্মিত হয় ব্যাটারি গলিয়ে শিশা তৈরীর কারখানা। সোমবার বিকেলে গ্রামে অবৈধ ব্যাটারি ফ্যাক্টরিটি ধ্বংস করা হয়। পরিবেশ দূষিত করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা (ভূমি) সহকারি তানজিল পারভেজ,সহকারি পরিচালক পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ মোঃ আব্দুল গফুর,উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান সহ সলংঙ্গার থানার পুলিশ সদস্য বৃন্দ।

    এছাড়া লাইসেন্স বিহীন স মিল পরিচালনার অপরাধে ভূইয়াগাতি বাজারে একটি প্রতিষ্ঠানকে করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারি কমিশনার ভুমি তানজিন পারভেজ বলেন, জন স্বার্থে মোবাইল কোর্ট চলছে এবং অব্যাহত থাকবে।

    বাংলাদেশ সময়: ৭:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ