
মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
রাজশাহী মহানগরীর দামকুড়া ও বেলপুকুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বেলপুকুর থানা পুলিশ।
আরএমপি ডিবি কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ হোসেন (২৫), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডিয়ার মানিকচর এলাকার মো: আজিজুল ইসলামের ছেলে ও বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি আসাদুল (৩২)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ এলাকার মো: আশরাফের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম গতকাল রাত সাড়ে ৮ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার অভিযান পরিচালনা করে আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করেন, এসময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
অপরদিকে বেলপুকুর থানার এসআই মোস্তাফিজার রহমান ও তার টিম গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ
বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলপুকুর থানার মাহেন্দ্রা পশ্চিমপাড়া এলাকা থেকে আসামি আসাদুলকে ৩০০ গ্রাম গাঁজসহ গ্রেপ্তার করেন,আসামি আসাদুলের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া ও বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৭:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।