• শিরোনাম

    রাজশাহী জেলা কৃষকলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে এগিয়ে ওয়াজেদ আলী খাঁন

    রাজশাহী প্রতিনিধি: বুধবার, ৩০ নভেম্বর ২০২২

    রাজশাহী জেলা কৃষকলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে এগিয়ে ওয়াজেদ আলী খাঁন

    apps

    আগামী ৪ ডিসেম্বর বাগমারায় অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এরই মধ্যে প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো জেলা।

    দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিকে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে জেলা কৃষকলীগের দলীয় কার্যক্রম। সম্মেলন উপলক্ষে উপজেলা সদর ভবানীগঞ্জসহ বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে গেইট বা তোরণ। সেই সাথে প্রস্তুত করা হচ্ছে সম্মেলন মঞ্চ।

    উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ওয়াজেদ আলী খাঁন। তিনি বর্তমানে পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি।

    দীর্ঘ সময় ধরে ওয়াজেদ আলী খাঁন পবা উপজেলা কৃষকলীগের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। সংগঠনের প্রয়োজনে সর্বদায় কাজ করে চলেছেন সদা হাস্যজ্জ্বল এই মানুষটি।

    ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে জেলার পাশাপাশি প্রতিটি উপজেলায় দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে যাচ্ছেন তিনি। যেকোন দূর্যোগ-দূর্বিপাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলাকাবাসীর পাশে থেকে কাজ করে গেছেন। সংগঠনের প্রয়োজনে সব সময় নিজেকে পাশে রাখায় তিনি সাধারণ সম্পাদকের পদে আলোচনায় এসেছেন।

    সাধারণ সম্পাদক প্রার্থী ওয়াজেদ আলী খাঁন বলেন, নিজের প্রয়োজনে না আমি সর্বদায় সংগঠনের জন্য কাজ করি। সংগঠনই আমার কাছে মূখ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ধারণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে দায়িত্ব পালন করে চলেছি। আমি রাজশাহী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি যদি যোগ্য হই নেতৃবৃন্দ চাইলে আমার উপরে জেলা কৃষকলীগের দায়িত্ব প্রদান করতে পারেন।

    উল্লেখ্য আগামী ৪ ডিসেম্বর ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সে উপলক্ষে এবার নৌকার আদলে তৈরি করা হচ্ছে ২২০ ফুট দৈর্ঘ্যের ও ৩২ ফুট প্রস্থের মঞ্চ। সম্মেলন সফল ও সার্থক করতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ১০:৪৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ