• শিরোনাম

    রাজশাহীতে মানব সেবা অভিযানের অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

    রাজশাহীতে মানব সেবা অভিযানের অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

    apps

    রাজশাহীতে মানব সেবা অভিযান সংস্থার আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। বয়স্ক ৫০জন ভাতাভোগি ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী ও ৭০ জনের মধ্যে ৫০০টাকা করে নগদ অর্থ সহ মোট ১২০জন অসহায় নারী-পুরুষের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়। নগরীর মহিষবাথানস্থ সংস্থার প্রধান কার্যালয় হতে এবং বাড়ি বাড়ি গিয়েও এই খাদ্যসামগ্রী ও নগদ প্রদান করা হয় বলে জানান সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল। এ সময়ে প্রধান নির্বাহী বলেন, এই সংস্থা প্রতিষ্ঠার পর থেকে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমগুলো সমান্তরালভাবে করে আসছে। সংস্থাটি শিক্ষা উপবৃত্তিসহ প্রতিবন্ধি, বিধবা ও বীর মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করে আসছে। শুধু তাইনয় মানব সেবা অভিযান অসহায় নারীদের কর্মসংস্থান ও বিদ্যুৎ সংযোগ করে দেয়াসহ বাসস্থানের ব্যবস্থাও করেন বলে জানান মুকুল। বক্তব্য শেষে তিনিসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তা মিলে উপস্থিত বক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন মানব সেবা অভিযানের পরিচালক অর্থ ও হিসাব আসাদুজ্জামান ও পরিচালক অভ্যন্তরীন নিরীক্ষণ ও পরিদর্শন মেহনাজ মুস্তারিনসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    বাংলাদেশ সময়: ১:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ