• শিরোনাম

    ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

    রুবেল, ময়মনসিংহঃ মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

    ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

    apps

    ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় “কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণের আয়োজন করে।১০ জানুয়ারী ২০২৩ ইং তারিখ প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ৭৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভূঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

    প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে বলেন।সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষিত ও দক্ষ যুব সমাজ গড়ে তোলার জন্য কাজ করছি।আমাদের অফিস ম্যানেজমেন্ট কোর্স, গবাদিপশু পালন কোর্স, সেলাই শেখার কোর্স, ড্রাইভিং শেখার কোর্স, কম্পিউটার কোর্স সহ নানা কোর্স তিন মাস ছয় মাস ও একবছর মেয়াদি করা হয়।এসব কোর্স আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এছাড়াও তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যেনো বসে না থাকে, তারা যেনো ভুলে না যায়, গুরুত্ব দিয়ে পরিচর্যার মাধ্যমে থাকতে হবে এবং চাকরি না পেয়ে যারা হতাশায় ভোগে। প্রশিক্ষিত হয়ে উদ্যোক্তা হওয়ার আহবান জানান।প্রশিক্ষণার্থীদের সুযোগ সুবিধায় বৃদ্ধির জন্য সকল ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

    বাংলাদেশ সময়: ৭:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ