
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মুন্সিরবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) বেলা ১টা ১০ মিনিটে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের পাশাপাশি ভোক্তাকে প্রতারণা করে অধিক ওজনের মিষ্টির কার্টুন ব্যবহার করে ওজনের কারচুপি করার অপরাধে “শান্ত মিষ্টান্ন ভান্ডার”-এর মালিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোহাম্মদ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।
Posted ২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।