রবিবার ২৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মনোহরদীতে চোরাই মোটরসাইকেল-ল্যাপটপসহ ৩২ মোবাইল উদ্ধার 

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

মনোহরদীতে চোরাই মোটরসাইকেল-ল্যাপটপসহ ৩২ মোবাইল উদ্ধার 

নরসিংদীর মনোহরদীতে অভ্যাসগতভাবে চোরাই মালামাল বেচাকেনার অভিযোগে এক অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটে দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল (২৬) নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।

মনোহরদী থানায় দাখিল করা এজাহার সূত্রে জানা যায়, ওইদিন রাত ৯টা ৩০ মিনিটে পুলিশ খবর পায় যে পাথরদিয়ায় জনৈক খোরশেদ আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের কাজ চলছে। সংবাদ পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করে।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে, ০১টি রেজিস্ট্রেশনবিহীন TVS কোম্পানির ১৬০ সিসির মোটরসাইকেল, ০১টি পুরাতন Tushiba ল্যাপটপ, ০১টি Walton ট্যাব, ০১টি Huawei ট্যাব, vivo, Redmi, Samsung, Oppo, Huawei, Realme, Itel, Tecno, Walton, Benco, One Plus, Rodmi—এমনি মোট ৩২টি পুরাতন মোবাইল ফোন।

এছাড়া অন্যান্য আনুষঙ্গিক জিনিসও উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরদিন ১৯ নভেম্বর মামলা আদালতে প্রেরণ করা হয়। মামলাটি ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুযায়ী রুজু করা হয় এবং আইপিসি ১৮৬০-এর ৪১৩ ধারায় (চোরাই মালামাল অভ্যাসগতভাবে লেনদেন) অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই  মো. আল ইসলাম। তিনি জানান তথ্য-উপাত্ত যাচাই করে এফআইআর রুজু করা হয়েছে। উদ্ধার মালামালের মধ্যে অধিকাংশই বিভিন্ন সময় চুরি হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, চোরাই মালামাল বেচাকেনার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাটির গভীর তদন্ত চলছে এবং অন্যান্য সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins