• শিরোনাম

    বিজয়নগরে ৬০ বস্তা সার পিকআপসহ জনতার হাতে আটক

    মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ২০ জুন ২০২৩

    apps

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর নামক স্হানে জনতার হাতে ৬০ বস্তা ৩ হাজার কেজি এমওপি সার একটি পিকআপসহ জব্দ করেছে। সোমবার (১৯ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকা থেকে সারসহ পিকআপটি জব্দ করা হয়। জানা যায়,বিসিআইসি ডিলার এলাহী ট্রেডার্স এর সার চর ইসলামপুরের জাকির হোসেন ও আমীর হোসেনের মাধ্যমে সার বিক্রি করে থাকে। উক্ত সার মজুদ করে রেখে আসছে তারা। এই মজুদ সার সময় সুযোগ বুঝে বিভিন্ন সময় পাচার করে আসছে দীর্ঘদিন যাবত। সোমবার দুপুরে একটি পিকআপে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা (৩ হাজার কেজি) সার আশুগঞ্জ উপজেলায় পাচার করার সময় এলাকার জনতার আটক করে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইফরান উদ্দিন্কে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে পিকআপসহ সার জব্দ করেন। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাব্বির আহমেদ বলেন,বিসিআইসি ডিলার এলাহী ট্রেডার্স এর মাল চরইসলামপুর মেসার্স জাকির হোসেন ট্রেডার্স থেকে পিকআপে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা (৩ হাজার কেজি) সার আশুগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়ার সময় এলাকার জনতার হাতে আটক হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

    বাংলাদেশ সময়: ১২:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ