• শিরোনাম

    বারিতে পরিবেশসম্মত উপায়ে ফল ও শাক-সবজির উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

    রাহিমা আক্তার রিতাঃ বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

    বারিতে পরিবেশসম্মত উপায়ে ফল ও শাক-সবজির উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

    apps

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে (৩১ জানুয়ারি ২০২৪ খ্রি.) বারি’র কীটতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে “পরিবেশসম্মত উপায়ে ফল ও শাক-সবজির ক্ষতিকারক পোকামাকড় ব্যবস্থাপনা” বিষয়ক দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

    বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত।

    অনুষ্ঠাটি সঞ্চালন করেন কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান।

    বাংলাদেশ সময়: ৪:১৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ