• শিরোনাম

    ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায় ট্রাক চাপায় যুবকের মৃত্যু

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

    apps

    সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক চাপায় ফ্রি ফায়ার গেমস খেলা অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সলঙ্গা থানার (কালিবাড়ী টু ভূঁইয়াগাঁতী) রাস্তায় ধুবিল মেহমান শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কালর্ভাটের উপর তিন যুবক মোবাইলে ফ্রী ফায়ার গেম খেলছিল। পরে সলঙ্গা থেকে ছেড়ে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঐ তিন যুবককে চাপা দেয়। এতে তিন যুবক গুরুতর আহত হয়। আহত তিন যুবক কে চিকিৎসার জন্য সলঙ্গা বাজারে নেয়ার পথে মেহমান শাহী গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে রুবেল প্রামাণিক মারা যায়।

    আহত দুইজন হলো একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাজেদুল ও গোলাম রব্বানীর ছেলে মাসুদ রানা।

    স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ড্রাইভার মানিক নিজে গাড়ি না চালিয়ে তার হেলপার নাজমুল হোসেনকে দিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।

    সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক আছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ৯:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ