• শিরোনাম

    ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনের একক প্যানেলের মনোনয়ন জমা

    মোহাম্মদ ইসমাইল, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

    ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনের একক প্যানেলের মনোনয়ন জমা

    apps

    ফেনী চেম্বার অব কমার্স এর নির্বাচনে একক প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৪ ফেব্রুয়ারী বুধবার শহরের তারা নিবাস সিটি কমপ্লেক্সের নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনারের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ১০ জন, সহযোগি সদস্য ক্যাটাগরিতে ১৩ জন ও গ্রুপ সদস্য ক্যাটাগরিতে ১ জন পরিচালক পদে প্রার্থী হয়েছেন

    সাধারণ সদস্য ক্যাটাগরিতে আয়নুল কবির শামীম, ফরিদ উদ্দিন আহম্মদ পাঠান, চৌধুরী আহাম্মদ রিয়াদ আজিজ রাজীব, রাশেদুল হক হাজারী, মো: নুর আজম, মোহাম্মদ নুরুল হাদী ওয়াসিম, মুশফিকুর রহমান পিপুল, তাজুল ইসলাম ভূঁইয়া, লোকমানুর রহমান ফরায়েজী, জিয়াউল আলম মিষ্টার।

    সহযোগি সদস্য ক্যাটাগরিতে আবুল কাশেম, মো: গোলাম ফারুক বাচ্চু, বজলুল করিম মজুমদার হারুন, গোলাম মাওলা, বিলাশ চন্দ্র সাহা, সিরাজুল ইসলাম পাটোয়ারী, তোফাজ্জল হোসেন ছুট্টু, জালাল উদ্দিন বাবলু, মোহাম্মদ হারুন অর রশিদ, খোন্দকার নজরুল ইসলাম, মজিবুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন, সাইফ উদ্দিন আহমেদ জিতু এবং গ্রুপ ক্যাটাগরিতে জাফর উদ্দিন প্রার্থী হয়েছেন

    নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এডভোকেট মো: নুরুল আমিন খান। কমিটির অপর দুই সদস্য হলেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক গোলাম হায়দার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুর হোসেন। আপিল বোর্ডের সদস্যগণ হলেন আবদুর রইছ কাইজার, এডভোকেট আনোয়ারুল করিম ফারুক ও এডভোকেট রাশেদ মাযহার।

    নির্বাচন কমিশনার গোলাম হায়দার জানান, নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ১৮৩ ও সহযোগি ক্যাটাগরিতে ১০২ জন ভোটার রয়েছেন। তফসিল অনুযায়ী ৯ মার্চ শনিবার ভোটগ্রহণের দিন ধার্য্য থাকলেও একক প্যানেল জমা হওয়ায় ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় প্রতিদ্বন্ধী প্রার্থীদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পরিচালক পদে ২৪ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।

    বাংলাদেশ সময়: ৯:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ