• শিরোনাম

    প্যাকেজিং কাগজের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধির বিরুদ্ধে মানব বন্ধন

    স্টাফ রিপোর্টার রবিবার, ০৩ এপ্রিল ২০২২

    প্যাকেজিং কাগজের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধির বিরুদ্ধে মানব বন্ধন

    apps

    প্যাকেজিং কাগজের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি ও বিগত ২০১৯-২০ইং অর্থ বছরের ঘোষিত বাজেট সরকারের অযৌক্তিক অপরীবর্তিত রাজস্ব নীতির কারনে লোকাল প্যাকেজিং শিল্প বন্ধের প্রক্রিয়া বিরুদ্ধে মানব বন্ধন। বিগত তিন বছরে কাগজের মূল্য প্রায় ১০০% বৃদ্ধি পেয়েছে ১। বছর বছর সিন্ডিকেট করে বিনা নোটিশে কাগজের মূল্য অস্বাভিক ভাবে বৃদ্ধি বন্ধ আবেদন জানানো হয়েছে। ২। সংগত কারনে ১০০% কাগজের মূল্যের উপর ১৫% ভ্যাট আরোপ করা আবেদন করা হয়েছে। ৩। ৮০% কাগজের মালিকদের ভ্যাট ট্যাক্স ফাকি বন্ধ করার ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি। ৪। প্যাকেজিং শিল্পকে বাচানোর জন্য আমদানী ক্ষেত্রে ঈউ প্রত্যাহার করে কাগজের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার জোর দাবী জানাচ্ছি। আমাদের লোকাল প্যাকেজিং শিল্প স্থানীয় ভাবে উৎপাদিত গার্মেন্টস, ঔষাধ, পনীয়, ভোজ্য তেল, টোবাকো, কোমিক্যাল, ক্যান/বোতল, ইলেকট্রিক প্রোডাক্টস, কনফেকশনারী, সিরামিক্স, টেক্সটাইল, কসমেটিক, বিস্কুট, ফুটওয়্যার, টয়, দুগ্ধজাত পন্য সহ যাবতীয় পন্যের মোড়ক উৎপাদনকারী শিল্প। দীর্ঘদিন থেকে এই শিল্প অসম বাণিজ্য তথা ভ্যাট ট্যাক্স নীতির স্বীকার। সর্বশেষ ২০১৯-২০ ইং অর্থ বছরে ঘোষিত বাজেটে এই শিল্প বন্ধ হওয়ার দ্বারা প্রান্তে চলে গেছে। বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুপেকচারার্স এসোসিয়েশনের সভাপতি এম,এ বাশার পাটোয়ারী । তিনি প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন করেন বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুপেকচারার্স এসোসিয়েশনের জরিত এই শিল্পকে বাচানোর জোর দাবী করেন, জড়িত ১৬ লক্ষ কর্মজীবিদের রক্ষার সার্থে , মাননীয় প্রধান মন্ত্রী সু-দৃষ্টি ও হস্থক্ষেপ কামনা করেন।

    বাংলাদেশ সময়: ১২:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ এপ্রিল ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ