• শিরোনাম

    পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা

    মিন্টু খন্দকার নকলা প্রতিনিধিঃ সোমবার, ১৩ মার্চ ২০২৩

    পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা

    apps

    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির নকলা উপজেলায় শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মশালায় নকলা উপজেলায় কর্মসূচিভুক্ত মাধ্যমিক পর্যায়ের ৪৮ টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও একজন সহকারী শিক্ষক গ্রন্থাগারিক গন অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি এবং কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হয়।

    সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা শুরু হয়ে চলে দুপুর ২.৩০ পর্যন্ত।
    উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী,মোঃ ইব্রাহিম হাসান এসিস্টেন্ট ম্যানেজার মো: আল মামুন মনিটরিং অফিসার, মো: মাসুম বিল্লাহ মনিটরিং অফিসার সরকারি হাজি জালমাহমুদ কলেজের প্রভাষক খন্দকার মনিরুজ্জামান প্রমুখ।

    বাংলাদেশ সময়: ৩:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ