• শিরোনাম

    পবায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

    পবায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

    apps

    “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যে রাজশাহীর পবায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খাঁন।
    বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, ব্যানবেইস সহকারী প্রোগ্রামার ইসমোতারা খাতুন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, ওয়ার্ল্ড ভিশন পবা এপির প্রোগ্রাম অফিসার পলাশ হিউবাট বিশ্বাসসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    উল্লেখ্য এসময় ডিজিটাল বাংলাদেশের উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ১০:০২ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ