• শিরোনাম

    না‌জিরপু‌রে আইনশৃঙ্খলা বিষয়ক মত‌বি‌নিময় সভা ‌

    শফিকুল ইসলাম , বিশেষ প্রতি‌নি‌ধিঃ রবিবার, ১২ জুন ২০২২

    না‌জিরপু‌রে আইনশৃঙ্খলা বিষয়ক মত‌বি‌নিময় সভা ‌

    apps

    পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র‌বিবার বেলা ৩ টায় না‌জিরপুর ট‌েক‌নিক‌্যাল ক‌লে‌জ মিলনায়ত‌নে উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ সাদীদ এর সভাপতিত্বে ও প্রভ‌াষক সাখাওয়াত হো‌সে‌নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জা‌হেদুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার জিয়াউর রহমান খ‌লিফা, সিও র‌্যাব ৮ ব‌রিশাল জা‌মিল হাসান, সহকারী পুলিশ সুপার (পি‌রোজপুর সদর সার্কেল) থান্ডার খাইরুল আলম,না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান অমূল‌্য রঞ্জন হালদার, উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা এ‌বিএম ছি‌দ্দিক। না‌জিরপুর থানা অ‌ফিসার ইনচার্জ হুমায়ুন ক‌বির, প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জা‌হেদুর রহমান ব‌লেন উপজেলার দুই‌টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য যা কিছু করা দরকার তা সবই করা হবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আশাকরি সকলের সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এসময় দেউলবা‌ড়ি দোবড়া ইউনিয়‌নের সাধারন সদস‌্য ‌প্রার্থী মোঃ কাওসার অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন ১ নং ওয়ার্ড,সোনাপুর মাধ‌্যমিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে আ‌মি আমার নিজের ভোট‌টি দি‌তে পারব কিনা জা‌নি না। হাসানাত ডা‌লিম (আনারস)প্রতীকের ‌চেয়ারম‌্যান প্রার্থী ব‌লেন আমার ইউ‌নিয়‌নে রা‌তে ব‌হিরাগত ১০০/১৫০ জন লোক মটরসাই‌কেল নি‌য়ে ঢু‌কে। র‌ফিকুল আলম বাবুল ফ‌কির (চশমা)প্রতীকের চেয়ারম‌্যান প্রার্থী ব‌লেন ব‌হিরাগতরা এ‌সে ঝা‌মেলা ক‌রে তা য‌দি ফিরান যায় তা হ‌লে নির্বাচন সুষ্ঠু হ‌বে ব‌লে আশারা‌খি।

    বাংলাদেশ সময়: ১১:২২ অপরাহ্ণ | রবিবার, ১২ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ