• শিরোনাম

    নরসিংদীর রায়পুরায় পুলিশি বাধায় পণ্ড বিএনপির কর্মসূচি

    শাহরিয়ার আহমেদ (পরাগ) শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

    নরসিংদীর রায়পুরায় পুলিশি বাধায় পণ্ড বিএনপির কর্মসূচি

    apps

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় নরসিংদীর রায়পুরায় অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। এসময় কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশ এসে বাঁধা দিলে মুহুর্তের মধ্যেই বিএনপি’র নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

    আজ শনিবার (৮ এপ্রিল) দুপুরে প্রথমে উপজেলা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় অবস্থান কর্মমূচি পালনের চেষ্টা করে। পরে সেখান থেকে বেলা ৪ টায় জুগি বাড়ি মোড়ে একটি মাঠে নেতাকর্মীরা কিছুক্ষন অবস্থান নিয়ে নেতা কর্মীরা ১০ দফা দাবিতে বক্তব্য দিতে থাকলে রায়পুরা থানার পুলিশ এসে নেতাকর্মীদের সরে যেতে বলেন। পরে পুলিশের তোপের মুখে পরে নেতাকর্মীরা স্থানটি ত্যাগ করে চলে গেলে পুলিশ এসে স্থানটি দখল করে। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে যায়।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের আহব্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক সহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে গনমাধ্যমকর্মীদের সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা সহ আমাদের দাবি এদেশের মানুষের ভোটের অধিকার দেওয়া। সরকারকে বিদায় নিতে হবে। এবং একটি তত্তাবধায়ক সরকারের অধিনে আমরা নির্বাচনের প্রত্যাশা করি। স্বাধীণতার যে মূলমন্ত্র, গণতন্ত্র সেটি বাস্তবায়নে এ দেশের জনগন সর্বাত্নক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

    বাংলাদেশ সময়: ৯:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ