
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর বেলাব বাজারে একরাতে কম্পিউটার দোকান’সহ ছয় দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। সকালে বাজারের ব্যবসায়ীরা ও ক্ষতিগ্রস্থ দোকানীরা বাজারে গিয়ে দেখে দোকান ঘরের টিনের চাল কেটে চুরেরা সর্বস্ব চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে বেলাব বাজারের কলেজ রোডের দোকানগুলো বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে চলে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে দোকানে চুরির বিষয়টি দেখতে পায়। চোরেরা দোকানের টিন কেটে ভেতরে মাওলা বেকারি, মা কনফেকশনারি, বাংলাদেশ এন্ড ফটোকপি দোকান, মা হার্ডওয়ার, ফারুকের অমি ফটোকপি এন্ড কম্পিউটার এবং আবুল হোসেনের মুদির দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়। তারা দোকানগুলোর প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অমি কম্পিউটারের মালিক মো. ফারুক মিয়া সাংবাদিকদের বলেন, আমার দোকান থেকে মোবাইলের ডিসপ্লে, ব্যাটারিসহ আনুষঙ্গীক প্রায় বিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বাংলাদেশ এন্ড ফটোকপি দোকানের মালিক জিয়া উদ্দিন গণমাধ্যম কে জানান, আমি সকালে দোকানে এসে দেখি দোকানের জিনিস পত্র অগোছালো ভাবে পরে আছে। আমার দোকান থেকে ৫০-৬০ হাজার টাকার মোবাইলের মিনিট কার্ড, এমবির কার্ড নিয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, গত তিন মাসে বেলাব বাজারে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে।
বেলাব থানা সূত্রে জানা গেছে, এসব বিষয়ে কেউ এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।