
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় “সোনারগাঁও ফিলিং স্টেশন “নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর এবং এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে ২২টি ফিলিং স্টেশনে সেবা দেয়া বন্ধ করে দেয় ফিলিং স্টেশন মালিকরা। পরে মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টায় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এর আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় মালিক সমিতি। এরপর ধীরে ধীরে সিএনজি স্টেশনগুলো চালু হলে জনদূর্ভোগ কমতে থাকে।
জানা গেছে, সোমবার সকালে নরসিংদীর সোনারগাঁও ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করেছে রেন্টএ কারের চালকরা। এ সময় তারা মহাসড়কের আরও কয়েকটি ফিলিং স্টেশনে ভাংচুরের চেষ্টা চালায়। এ ঘটনার পরই নিরাপত্তাহীনতায় ভুগছে কর্মচারীরা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী রেখে সোমবার বিকেল ৫ টা থেকে জেলার সিএনজি পাম্প গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। ফিলিং স্টেশন গুলো বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পরেছে দুরপাল্লার পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন গুলো।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে নরসিংদীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এর সাথে মিটিং এ বসে জেলার সিএনজি পাম্প মালিক সমিতি। এ সময় তারা নিরাপত্তা শঙ্কার কারণ স্টেশন বন্ধ রাখে বলে জানায়। পরে প্রশাসন দায়ীদের আইনের আওতায় আনার ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর দুপুর ১টা থেকে সিএনজি পাম্পগুলো চালুর ঘোষণা দেওয়া হয়।
Posted ৯:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।