শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে ঘটে যাওয়া একাধিক ভূমিকম্প সৃষ্টি হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে একটি মহল ভূমিকম্প নিয়ে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে আরও ভীত-সন্ত্রস্ত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলে নরসিংদীবাসীর মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করে।
এ আতঙ্ককে পুঁজি করে একটি মহল ‘রাত ১২টায় আবার ভূমিকম্প হবে’ বলে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালায় বলে জানা গেছে। এতে নরসিংদী শহরের গাবতলী এলাকাসহ কিছু অংশে জনসাধারণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। মানুষজন খোলা আকাশের নিচে অবস্থান নিচ্ছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার ও আজ শনিবার এখন পর্যন্ত নরসিংদীসহ দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে নরসিংদীতে শিশুসহ ০৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।
শনিবার (২২ নভেম্বর) সকালে নরসিংদীতে আরও একটি মৃদু ভূমিকম্প হয়। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
Posted ১২:০১ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।