শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার (২৫ অক্টোবর) নরসিংদী জেলা সফরে আসেন।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন সৈয়দ আমিরুল হকসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।
উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টার এ সফরকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
Posted ৯:২২ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।