• শিরোনাম

    নরদীতে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

    এম. ওবায়েদুল কবীর: স্টাফ রিপোর্টার: শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

    নরদীতে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

    apps

    নরসিংদীতে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    নরসিংদী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এমএ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল বাসেত, গোলাম কবির কামাল, দীন মোহাম্মদ দিপু, ফারুক উদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য আলমগীর হাবিব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল ও জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি। মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, জেলা জাসদের সভাপতি সারোয়ার হোসেন ঝন্টু আলোচনা সভায় অংশ নেন।

    আলোচনা সভায় মঞ্জুর এলাহী বলেন, সরকার প্রহসন মূলক নির্বাচনের মিথ্যা নাটক করে দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। নির্বাচনের সময় আমরা কারাগারে ছিলাম। নরসিংদী জেলখানায় ১৩ শতাধিক কয়েদি আছে। তাদের কেউ নির্বাচনে পোস্টাল ভোট দেয়নি।

    তিনি বলেন, আমি আমার সহকর্মীদের বলেছি আপনারা নিরাশ হবেন না। কয়েকদিনে মধোই আন্দোলনের ডাক আসছে। বিএনপি আন্দোলনে ছিল আন্দোলনে আছে এবং থাকবে। আন্দোলনের শেষ পরিণতি না দেখে বিএনপির নেতারা ঘরে ফিরে যাবে না।

    আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।

    বাংলাদেশ সময়: ৮:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ