• শিরোনাম

    নবীনগরে নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ

    মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সোমবার, ২২ নভেম্বর ২০২১

    নবীনগরে নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ

    apps

    নবীনগরে নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্ভীগ্নে ভোটকেন্দ্রে যাবেন, কেউ ভয় ভীতি দেখালে ও প্রভাবিত করতে চাইলে আমাকে অবহিত করবেন।তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়া হবে। নির্বাচন এলেই ভোট কাটার একটা প্রবণতা থাকে,এইবার আমি তা হতে দিব না,নবীনগরে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। গতকাল শনিবার বিকেলে শ্যামগ্রাম শ্রী শ্রী মাঁতা বরদেশ্বরী মন্দির প্রাঙ্গণে স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের সাথে ইউনিয়ন পরিষদ নির্বাচন পূর্ব মতবিনিময় কালে একথা বলেন এমপি, মোঃ এবাদুল করিম বুলবুল। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল মহোদয় আরো বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। দলীয়,নির্দলীয় ও বিদ্রোহীদের প্রতি আমার কিংবা প্রশাসনের তরফ থেকে কোন ধরনের বৈরী মনোভাব দেখানো হবে না।জনগন সকল ক্ষমতার উৎস । জনগন যাকে পছন্দ করে আমরা তাকেই গ্রহণ করবো। তিনি বলেন,ভোট আসলে ভোট কেটে নেওয়ার একটা প্রবণতা থাকে।এ বার কোন গ্রামে কিংবা ওয়ার্ডে ভোট কেটে নেওয়ার সুবিধা আমি হতে দিব না।এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাননীয় এমপি মহোদয়ের কথা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন,এই বারের নির্বাচন হবে,বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন ইনশাআল্লাহ। জোর করে কারোর জয় ছিনিয়ে নিতে দেয়া হবে না। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বলেন কারো দ্বারা প্রভাবিত হয়ে ভোটদানে বিরত থাকবেন না।আপনারা নির্ভীগ্নে ভোটকেন্দ্র যাবেন,এবং পছন্দমত প্রার্থীকে ভোট প্রদান করবেন। কেউ হুমকি ধামকি দিলে তাৎক্ষণিক আমাকে ও প্রশাসনকে অবহিত করবেন। মাননীয় সাংসদ,তার অসাধারণ বক্তব্যে বলেছেন,ভোট হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। উল্লেখ্য, শ্যামগ্রামে এবার ভোটের লড়াই হবে ত্রিমুখী। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহজাহান সিরাজ কে পরাজিত করে পুরো চট্টগ্রাম বিভাগে বি এন পি মনোনীত একমাত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন আমির হুসেন বাবুল। এবারকার নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে চশমা প্রতিক নিয়ে লড়ছেন। শাহজাহান সিরাজ মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন আনারস প্রতিক নিয়ে। তিনি চার-চারবার চেয়ারম্যান পদে লড়লেও একবার ও মনোনীত হতে পারেন নি।এবার ভোটারদের হাতে পায়ে ধরে অশ্রুজল ফেলে অন্তত একটি বারের মতো তাকে নির্বাচিত করতে অনুনয় বিনয় করছেন। অন্যদিকে এবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন তরুণ ছাত্রলীগ নেতা শামসুজ্জামান খাঁন মাসুম।মাদক ও সন্ত্রাস মুক্ত শোষণহীন আধুনিক সুশৃঙ্খল সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। গত নির্বাচনে বিনয়াবনত মনোভাবের কারনে নৌকা ডুবিয়ে আমির হুসেন বাবুল চেয়ারম্যান নির্বাচিত হলেও এবার কে পাবেন জয়ের মালা হাটে, মাঠে, ঘাটে চায়ের দোকানের আড্ডায় আলোচনায়- সমালোচনায় স্ব স্ব সমর্থিত প্রার্থীর পক্ষে-বিপক্ষে চলছে চুলোচেরা বিশ্লেষণ।

    বাংলাদেশ সময়: ১২:২২ অপরাহ্ণ | সোমবার, ২২ নভেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ