• শিরোনাম

    টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

    টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    apps

    গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস আঞ্চলিক বিক্রয় ও বিপনন বিভাগ টঙ্গী। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল সন্ধ্যায় টঙ্গীর সিলমুন এলাকায় চলা এ অভিযানে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সংস্থাটি। গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
    এ সময় ইউরো ফ্যাশন লিমিটেড ও ইয়েলো কালার ক্রিয়েশন নামক দুইটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় কারখানা দুইটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত।

    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়ক আহমেদ বলেন, আমরা দুইটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। পরবর্তিতে তিতাস কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। অভিযানে আর উপস্থিত ছিলেন, তিতাস আঞ্চলিক বিক্রয় ম্যানেজার আনোয়ারুল আজিম, নির্বাহী ম্যানেজার শাহ এমদাদুল হোসেন, প্রকৌশলী নিজামুদ্দিন, সহকারী ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান রানা প্রমুখ।

    বাংলাদেশ সময়: ৬:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ