• শিরোনাম

    ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

    এনামুল হক,শেরপুরঃ বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

    ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

    apps

    “পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে ধারণকরে জেলা নারী কল‍্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার নয়া রাংটিয়া স্কুল মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

    ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

    অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (সদ‍্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) খোরশেদ আলম”র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পুনাকের সহ-সভাপতি সাবরিহা সুলতানা সুপ্রি, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি দেবাশীষ ভট্রাচার্য্য, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন জেলা কমিটির সভাপতি রুয়েল চন্দ্র কোচ, উপজেলা পঞ্চগ্রাম সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি মাদব চন্দ্র হাজং, উপজেলা হাজং কল্যাণ সমিতির সভাপতি নীল মাদব হাজং প্রমুখ।

    এসময় অন‍্যান‍্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

    এসময় দুই শতাধিক আদিবাসী নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ৭:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ