• শিরোনাম

    জামালপুরে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কর্যক্রম উদ্ধোধন 

    আল মাসুদ লিটন  রবিবার, ০২ মে ২০২১

    জামালপুরে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কর্যক্রম উদ্ধোধন 

    apps
    সরকারের খাদ‍্যবান্ধব কর্মসূচি অনিয়ম ঠেকাতে ঝাউগড়া ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
    সনিবার দুপুর  বারোটায় জামালপুরের  মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে এ কার্যক্রমের উদ্ধোধন করেন  উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান জেসমিন আক্তার।
    ঝাউগড়া ইউ পি চেয়ারম্যান  জনাবা আন্জুমনোয়ারা হেনা চৌধুরী। ইউ পি সচিব তাসলিমা জাহান নিপা, জামালপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক  মোরাদুজ্জামান মোরাদ,ইউ পি সদস‍্য লালন মিয়া  প্রমুখ
    এ সময় বক্তারা বলেন,দরিদ্র ও অতি দরিদ্র ব‍্যক্তিদের জন‍্য সরকারের  দেওেয়া বিজিড়ি কার্ড়ের কর্মসূচিতে বিভিন্ন সময় অনিয়ম দেখা দেয়।এক জনের চল অন‍্যজন তুলে নেয়।এতে করে প্রকৃত উপকার ভোগীরা ক্ষতিগ্রস্ত  হতো। তবে ডিজিটাল পদ্ধতিতে ফি্গারপ্রিন্টের মাধ্যমে উপকার ভোগী চিহ্নিতের পাশাপাশি  সব অনিয়ম  রোধ করা সম্ভব হবে।
    এতে করে  সরকারের ডিজিটাল কর্মসূচি  বাস্তবায়ন ও সফল হবে ।।

    বাংলাদেশ সময়: ২:০৩ অপরাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ