• শিরোনাম

    জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক লোচনপুর শাখায় ফলদ বনজ গাছের চারা বিতরন

    শাহরিয়ার আহমেদ পরাগ মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

    জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক লোচনপুর শাখায় ফলদ বনজ গাছের চারা বিতরন

    apps

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক রায়পুরা এরিয়া অফিসের আয়োজনে রায়পুরা লোচনপুর,যোশর ব্রাঞ্চ ( শিবপুর) ঋন গ্রহীতা গ্রাহকদের মাঝে ফলদ, বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির ১৩২৯৬৭ টি গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট ) সকালে রায়পুরা গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের আওতাধীন লোচপুর, যোশর শিবপুর,
    রায়পুরা পলাশতলী বাঁশগাড়ীসহ ১০টি শাখায় ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়। লোচনপুর রায়পুরা শাখায় ১৪৭৩৫ পিছ গাছের চারা বিতরন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উত্তরবাখরনগর ইউপি চেয়ারম্যান হাবীব উল্লাহ হাবীব, গ্রামীণ ব্যাংক রায়পুরা এরিয়া ম্যানেজার উজ্জল কুমার পাল, উত্তরবাখরনগর ইউপি সদস্য রানা মিয়া, ইউপি সদস্য শব্দর আলী, উপস্থিত থেকে সদস‍্যদের হাতে এ সকল গাছের চারা তুলে দেন।

    এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন-লোচনপুর রায়পুরা শাখার শাখা ব্যবস্থাপক,শহীদিল ইসলাম খাঁন, অফিসের সেকেন্ড ম্যানেজার মোঃ ঈমাম উদ্দিন,
    কেন্দ্র ব্যবস্থাপক শ্রীচরন দাস, ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, মোঃ আশরাফুল আলম লিটন, সাবিহা ইসলাম সাদিয়া প্রমুখ।

    এরিয়া ম্যানেজার উজ্জল কুমার পাল এসময়
    সাংবাদিকদের বলেন- গাছ আমাদের অক্সিজেন ও আলো বাতাস দিয়ে বা়ঁচিয়ে রাখে তাই এখনই চারা লাগানোর উপযুক্ত সময়। বিতরনের এ কার্যক্রম আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

    বাংলাদেশ সময়: ৮:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ