মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি বিপিজেএফের

নবকণ্ঠ ডেস্ক   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি বিপিজেএফের

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপারসন পারভেজ রহমান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

রবিবার (৫ অক্টোবর) বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি অবিলম্বে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শনিবার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্যই নয়, ন্যক্কারজনক এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে তথ্য জানান এবং সমাজকে সচেতন করেন। তাদের ওপর হামলা সভ্য সমাজে কল্পনাতীত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, সারা বছরই দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নানান নির্যাতনের শিকার হলেও সঠিকভাবে বিচার পান না। এমন কি সাংবাদিকরা সন্ত্রাসীদের হাতে নিহত পর্যন্ত হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও সাংবাদিক সমাজ ও সাংবাদিকতা এখনও সুরক্ষিত নয়। বিশেষ করে তৃণমূলের সাংবাদিকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাই তাদের সুরক্ষায় সরকারকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। তাই অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন জানাচ্ছি। আর অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, শনিবার চট্টগামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুরের নেতৃত্বাধীন দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। ওই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে প্রায় ৫০-৬০ জন সন্ত্রাসী হোসাইন জিয়াদ ও পারভেজ রহমানের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র, গাছের টুকরো ও পাথর দিয়ে তাদের মাথা, মুখ ও পিঠে আঘাত করা হয়। দুই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়, ক্যামেরা ভাঙচুরের পর তা রেখে যায়। পরে সাংবাদিকদের জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টা করা হয়। বর্তমানে হোসাইন জিয়াদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে এবং পারভেজ রহমান ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

Facebook Comments Box

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins