• শিরোনাম

    ঘোড়াশালে সরকারের বিভিন্ন প্রকল্পের ১৪ হাজার উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

    ঘোড়াশালে সরকারের বিভিন্ন প্রকল্পের ১৪ হাজার উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা

    apps

    নরসিংদীর পলাশে সরকারে বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভার অডিটরিয়াম প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। মতবিনিময় সভায় পৌর এলাকার ১৪ হাজার উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয়, সেসব হয়রানি কিভাবে নির্মূল করা যায়, তা নিয়েও আলোচনা করেন অতিথিরা।
    এ সময় আরও বক্তব্য রাখেন পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১১:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ