• শিরোনাম

    গাইবান্ধায় নদী থেকে বালু উত্তোলনের দায়ে তিন যুবকেরদন্ড

    আব্দুল হান্নান আকন্দ, গাইবান্ধা শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

    apps

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ শনিবার সকালে নদীর ভূগর্ভ থেকে মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে আটক তিন যুবককে পৃথক পৃথক দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন এ দন্ডাদেশ দেন।
    দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে জুয়েল (৩৮), একই গ্রামের সাদেকুৃল ইসলামের ছেলে ইব্রাহীম (২২) ও লাল মিয়ার ছেলে আসিফ (২১)।
    এদের মধ্যে জুয়েলকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও দুইলাখ জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। অপর দুইজনের প্রত্যেককে অর্ধমাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম দন্ড দেয়া হয়।
    ইউএনও আরিফ হোসেন জানান, উপজেলার হাওয়াখানা ও বোয়ালিয়া এলাকার কাটাখালী নদীর ভূগর্ভ থেকে মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক এ রায় দেওয়া হয়।
    গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্তদের দুপুরের মধ্যে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    বাংলাদেশ সময়: ৯:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ