• শিরোনাম

    কুষ্টিয়ায় ১৫৪৫পিচ নেশাজাতীয় চুপিজেসিক ইনজেকশনসহ আটক-০২

    রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

    কুষ্টিয়ায় ১৫৪৫পিচ নেশাজাতীয় চুপিজেসিক ইনজেকশনসহ আটক-০২

    apps

    কুষ্টিয়ায় মাদকদ্রব্য অধিদপ্তরের সফল অভিযানে দিনাজপুর হতে আসা দুই জন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় চুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেছে যার আনুমানিক মূল্য এক লক্ষ ৬৫হাজার টাকা। সংখ্যায় ছিল ১৫৪৫পিচ। এই নেশাদ্রব্য নিয়ে আসামিরা দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল পথিমধ্যে মাদকদ্রব্য অফিসারদের মোবাইল টেকনোলজির মাধ্যমে এই আসামীদেরকে গ্রেপ্তার করা হয়।

    আসামিদ্বয় হলেন –
    আল-আমিন শেখ ও মেহেদুল সেখ। আসামিদের উভয়ের বাড়ি দিনাজপুর হিলি বর্ডারে। রাজশাহী থেকে ছেড়ে আসা রাব্বি পরিবহন থেকে এই দুইজন আসামির ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে কুষ্টিয়া মাদকদ্রব্য অধিদপ্তরের সফল অফিসারবৃন্দরা। এই সফল অভিযানের সার্বিক দিক নির্দেশনা দেন মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা বেলাল হোসেন সহযোগিতায় ছিলেন। এসময় উপস্থিত ছিলেন এসআই কাশেম সহ অন্যান্য কনস্টেবলবৃন্দ।

    এধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য অধিদপ্তরের অফিসার বেলাল হোসেন।

    বাংলাদেশ সময়: ১০:২০ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ