• শিরোনাম

    উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল কতৃক মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়।

    আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি) শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

    উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল কতৃক মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়।

    apps

    উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল কতৃক ভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত।

    শনিবার (১৬ডিসেম্বর)মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন প্রথম প্রহরে উপজেলা প্রশাসন কৃতক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা যাত্রা শুরু করেন।এসময় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা মাঠে সমবেত হলে দেশাত্মবোধক সংগীত,কবিতা আবৃত্তি,কুচকাওয়াজ,নৃত্যপরিবেশন করে শিক্ষার্থীরা।

    মো:আবু তালেব নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানু লাল রায় চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্রীমঙ্গল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ তালুকদার সহকারী কমিশনার ভূমি শ্রীমঙ্গল,ডা:হরিপদ রায় সাবেক স্বাস্থ্য পরিচালক বিনয় ভূষণ রায় অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা,আব্দুল মোত্তালেব কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল, মিতালি দত্ত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্রীমঙ্গল,জহর তরফদার সভাপতি জেলা প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার,সহ বিভিন্ন দপ্তরের সরকারীকর্মকর্তা সাংবাদিকবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগন,গণ্যমান্যব্যক্তিগন উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কতৃক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ খাবার বিতরণ ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

    বাংলাদেশ সময়: ৭:০৪ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ