• শিরোনাম

    “আমরা আমাদের ভাই-বোনের সাথে পড়তে চাই” সহোদর কোটায় শতভাগ ভর্তির দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

    রুবেল, ময়মনসিংহঃ বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

    “আমরা আমাদের ভাই-বোনের সাথে পড়তে চাই” সহোদর কোটায় শতভাগ ভর্তির দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

    apps

    “আমরা আমাদের ভাই বোনের সাথে পড়তে চাই!অন্য জেলা গুলোর মত আমরাও চাই আমাদের ভাই বোনদের সাথে পড়তে, শতভাগ ভর্তির সুযোগ চাই।আমরা চাই এখানে উচ্চপদস্থ যারা আছেন তারা বিষয়টি যেনো বিবেচনা করে।আমরা মনে করিনা যে ভুল কিছু চাইছি!আমরা আমাদের অধিকার টুকু চাইছি।”

    সারাদেশের ন্যায় ময়মনসিংহে ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে সহোদরা/ জমজ কোটা শতভাগ ভর্তির দাবীতে গতকাল ১৮ই জানুয়ারি বুধবার সকালে ময়মনসিংহ নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধবে বক্তব্য কালে শিক্ষার্থীরা এসব দাবি জানায়।

    এছাড়াও ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী সহোদর ও অভিভাবক বৃন্দের আয়োজিত মানববন্ধনে শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে শতভাগ ভর্তির দাবি জানিয়ে অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন, সানোয়ার জাহান মুকুল, অধ্যাপক নজরুল ইসলাম, আজহারুল হক সুজন, অধ্যাপক হুমায়ুন কবীর,মো. মেহেদী হাসান,তানিয়া আক্তার ,শেখ মাহবুবু , জাকির হোসেন খান, আব্দুল্লাহ আল মামুন, শরিফ উদ্দিন, বাবুল চন্দ্র দেবনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখে।

    বাংলাদেশ সময়: ১১:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ