• শিরোনাম

    আগামী ২৭ জুলাই শেরপুরের চরপক্ষিমারী ইউনিয়নে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন

    এনামুল হক,শেরপুরঃ বুধবার, ২২ জুন ২০২২

    আগামী ২৭ জুলাই শেরপুরের চরপক্ষিমারী ইউনিয়নে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন

    apps

    শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মোঃ মেরেজ আলী গত ১৮ মার্চ শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।নির্বাচিত জনপ্রতিনিধি মৃত্যুর পর ওই ৯ নং ওয়ার্ডকে শূন্য ঘোষণা করা হয়। শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার কর্তৃক ৯ জুন ২০২২ ইং তারিখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী ঘোষিত ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ০৭ জুলাই এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৭ জুলাই বুধবার।উল্লেখিত ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ইভিএম এর মাধ্যমে সকাল ৮.০০ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পযর্ন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শূন্য ঘোষিত ওই ওয়ার্ডে উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

    বাংলাদেশ সময়: ১১:০১ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ