
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করা হয় বলে মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ গণমাধ্যম কে জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মাধবদী বড় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন হয়।
ব্যবসায়ীদের দাবি, আগুনে মুদি, মনোহরী, প্লাস্টিক ও ইলেকট্রনিক্সসহ অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে; যার মধ্যে ১৩টি স্বর্ণের দোকান রয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করলেও কোন দোকান থেকে এবং কি কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রায়হান আহমেদ গণমাধ্যম কে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই কাজ শুরু করেন তারা। দুর্ঘটনায় কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
Posted ২:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।