• শিরোনাম

    “২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান”

    খন্দকার আমির হোসেন জেলা প্রতিনিধি নরসিংদী: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

    “২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান”

    apps

    আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী এবং এর আওতাধীন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ২০২১-২২ অর্থবছরের “শুদ্ধাচার পুরস্কার প্রদান” অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

    জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী হতে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন –
    ১। জনাব মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নরসিংদী
    ২। সাইফুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সাধারণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী
    ৩। দিলীপ কুমার দাশ, অফিস সহায়ক, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।

    জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী এর আওতাধীন উপজেলা কার্যালয় হতে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন –
    ১। মোঃ আজগর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুরা, নরসিংদী
    ২। মোঃ শহীদুল্লাহ, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শিবপুর, নরসিংদী
    ৩। হোসেন আলী, পরিচ্ছন্নতাকর্মী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শিবপুর, নরসিংদী।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে মনোনীতদের প্রতি অভিনন্দন ব্যক্ত করেন এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০১১ অনুযায়ী শুদ্ধাচার চর্চার ব্যাপক প্রসারের লক্ষ্যে এ পদক্ষেপ গৃহীত হয়েছে বলে জানান।

    বাংলাদেশ সময়: ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ