• শিরোনাম

    হজরত সৈয়দ শাহ সোলেমান উসমান গনি ইয়ামেনী (রাঃ) মাজারে ওরশ শরিফ অনুষ্ঠিত

    মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

    হজরত সৈয়দ শাহ সোলেমান উসমান গনি ইয়ামেনী (রাঃ) মাজারে ওরশ শরিফ অনুষ্ঠিত

    apps

    বিশ্ব অলিকুলের শিরোমনি, প্রায় ৫০০ শত বছর আগে সুদুর ইয়েমেন থেকে আগত ৩৬০ জন আউলিয়ার একজন হলো হজরত শাহ সোলেমান উসমান গনি ইয়ামেনী (রাঃ) প্রকাশ (মাইজলাপীর)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর গ্রামে অবস্থান করে ইসলাম প্রচার ও ইসলাম সম্পর্কে সঠিক ধ্যান-ধারণা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে থাকেন। তিনি স্থায়ীভাবে ওখানে অবস্থান করে প্রকৃত ইসলামের ধ্যান জ্ঞান মুসলিম উম্মাহর কাছে প্রচার করতে থাকেন। উনার মৃত্যুর পর ভক্ত আশেকানরা ওখানেই উনার কবরের ব্যবস্থা করেন।পবিত্র ওরশ শরীফ শুরুর থেকেই প্রতিবছর প্রকৃত ইসলাম ও সুন্নি তরিকায় ওরশ শরীফ পালন করা হয়। তখন থেকেই প্রতিবছর ১৪ বৈশাখ তারিখে পবিত্র ওরশ শরীফের তারিখ ও সময় নির্ধারণ করা হয়, এরই ধারাবাহিকতায় আজ ১৪ বৈশাখ ১৪৩০ বৃহস্পতিবার ৩ দিন ব্যাপী ৪৭২ তম বাৎসরিক ওরশ শরিফ শুরু হয়েছে।

    সম্প্রতি মাজারের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সভাপতি ফরিদ আহমেদ সহ মাজার কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় মাজারের পুকুরের ঘাটলা পাকা,ও কবরস্থানের সৌন্দর্য বর্ধন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে। মাজারের সকল ভক্ত আসেকানদের উপস্থিত থেকে পবিত্র ওরশ শরীফ পালনে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে উক্ত মাজার কমিটি। বর্তমানে মাজারের প্রধান (ফটক) গেইটটি জরাজীর্ণ হয়ে ভেঙে পড়লে অলির ভক্ত আনু পাগলা,কালু পাগলা রিয়াজ উদ্দিন বরকত, সবুজ মিয়ার উদ্যোগে ১৩ বৈশাখ নুতন গেইট তৈরীর কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে মাজারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকলেই উপস্থিত ছিলেন, মাজারের নুতন গেইট তৈরি করতে প্রায় ৭ থেকে ৮ লক্ষাধিক টাকার প্রয়োজন। মাজার কমিটি, সমাজের বিত্তবান ও মাজারের ভক্ত আসেকানদের কাছে আর্থিক সহযোগিতা ও সকল ধরনের সহযোগিতা কামনা করেছন। আনু পাগলা বিকাশ নং- ০১৭৫৯-৪৯৯৬০৩।

    বাংলাদেশ সময়: ৬:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    যুগে যুগে নবীরা কেন এসেছেন

    ২৮ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ