সালমান ফার্সি | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ।
সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি নূরে মুহাম্মদ
বিতর্কের ঊর্ধ্বে তুমি নেই যে কোন অপবাদ।
তুমি সৃষ্টি না হলে কোন কিছুই সৃষ্টি হতো না
এমনকি নক্ষত্র ও সপ্তম আসমান।
তোমার জন্য পেয়েছি আমরা
খলিফা আবু বক্কর, ওমর, আলী (রা:) ও ওসমান।
তোমার একাগ্র, ত্যাগ তিতিক্ষা ও শত কষ্টের পর
হয়েছি মুসলমান, পেয়েছি মহাগ্রন্থ আল-কোরআন
ধন্য হে মহামানব, ধন্য তোমারই জন্য ।
পৃথিবী সৃষ্টির পূর্বেই ছিলে তুমি আল্লাহুর রসুল।
তোমার দয়া ছাড়া পার হবো না মোরা
পুলসিরাতের পুল।
তোমার প্রতি রইল শত কোটি দরুদ ও সালাম।
তোমার দেখানো পথেই যেন চলতে পারি
মানতে পারি সত্যের এ দ্বীন ইসলাম।
Posted ১২:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।