• শিরোনাম

    সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) এস.এম. আবুল কাশেম আজাদের বিরুদ্ধে মানববন্ধন

    এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) : শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

    সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) এস.এম. আবুল কাশেম আজাদের বিরুদ্ধে মানববন্ধন

    apps

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস,এম আবুল কাশেম আজাদের বিরুদ্ধে মানব বন্ধন করেছেন কাঁচপুর এলাকাবাসী।

    ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং সকালে কাঁচপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    শত শত জনসাধারণের উপস্থিতিতে সড়ক দূর্ঘটনায় কবলিত আহত বাচ্চু মিয়ার স্ত্রী মিসেস জহুরা জানান, কাঁচপুর মেইন পয়েন্টে “ট্রাক ও তিস্তা বাস সড়ক দূর্ঘটনার শিকার বাচ্চু মিয়ার মর্মান্তিক

    আহত হওয়ার ঘটনায় আটককৃত বাস দুটির মালিকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাতের আধারে গাড়ি দুটি ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ মানববন্ধন।

    গত ০৮ই ডিসেম্বর ২০২২ইং তারিখে কাঁচপুর ফুট ওভার ব্রিজের দক্ষিণ পার্শ্বে রেন্ট এ-কার স্ট্যান্ডের সামনে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে তিস্তা পরিবহন মেঘনা রিলেক্স গাড়ী নং- কুমিল্লা, ব- ১১-০২১৭ ও পাথর বোঝাই ট্রাক গাড়ী নং- ঢাকা মেট্রো-ট- ২৪-৫৪৯৪ রোহানী এন্ড লামিয়া ট্রান্সপোর্ট। পথচারী মোঃ বাচ্চু মিয়া সাং- পূর্ব বেহাকৈর, ডাকঘর: কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ ও মোঃ সোহাগ, পিতা- মোঃ ইবাদুল্লাহ, সাং-গুয়াগাছিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ সড়ক দূর্ঘটনার স্বীকার হয়। দূর্ঘটনা কবলিত হওয়া ব্যক্তিদ্বয়কে সাধারণ জনগণ

    সরেজমিনে থাকা পথচারীরা চিকিৎসা সেবার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে যান। পরবর্তীতে মোঃ বাচ্চু মিয়ার অবস্থার গুরুত্বর ভাবে অবনতি দেখা যায়। এমতাবস্থায় মেডিকেল সূত্রে National Institute of Traumatology &

    Orthopaedic Rehabilitation (Nitor) পঙ্গু হাসপাতালে রিফার্ড করে। বর্তমানে তাদের দু’জনের অবস্থা খুবই আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি জানান। চিকিৎসক সূত্রে বর্ণিত বাচ্চুর বর্তমান শারীরিক পরিস্থিতি জানা যায় যে, “ডান পা” গত ০২/০১/২০২৩ইং তারিখে কর্তব্যরত চিকিৎসক কেটে ফেলার সিদ্ধান্ত দেন। আগামী মার্চ মাসের ৩ তারিখে পা কেঁটে ফেলার অপারেশন হবে বলে জানান।

    বর্ণিত সড়ক দূর্ঘটনায় ঐ গাড়ি দুটি স্থানীয় হাইওয়ে পুলিশের এ এস আই আমিনুলের সহযোগীতায় প্রাথমিকভাবে গাড়ি দুটি ডাম্পিং করা হয়। অনুসন্ধানে জানা গেছে গত ১০ই ডিসেম্বর ২০২২ইং তারিখে রাতের আধারে রহস্যজনক ভাবে পুলিশের সহযোগিতায় অগ্নিকান্ডে বা আগুন জ্বালিয়ে ঐ বাসটিকে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ঐ বাসটি ১৪ই ডিসেম্বর ২০২২ইং তারিখে পরিবহন মালিকের সাথে গোপন মিটিংয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয় ও গত ১২ই ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে ট্রাক (পাথর বোঝাই) গাড়ী নং- ঢাকা মেট্রো-ট- ২৪-৫৪৯৪ রোহানী এন্ড লামিয়া ট্রান্সপোর্ট গাড়িটি কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) এস এম আবুল কাশেম আজাদ উল্লেখিত এ এস আই আমিনুলকে ম্যানেজ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাড়িগুলো ছেড়ে দেয়। সুতরাং সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আমার স্বামী বাচ্চু মিয়াকে ক্ষতিপূরণ না দিয়ে একতরফা ভাবে তাদের সিদ্ধান্ত মতে গাড়ি ছেড়ে দেন। তিনি আরো জানান, আপনারা বাংলাদেশ পুলিশের দায়িত্বরত কর্মকর্তা, আপনারা সরকারি রাষ্ট্রীয় জনগনের স্বার্থে সেবা শুশ্রুষার জন্য বিষয়টি সুষ্ঠু আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য এসপি গাজীপুর হাইওয়ে রিজিয়ন, গাজীপুর। কাঁচপুর হাইওয়ে থানার (সোনারগাঁও- নারায়ণগঞ্জ) ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

    বাংলাদেশ সময়: ৪:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ