• শিরোনাম

    সাতক্ষীরায় এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    আব্দুর রহমান, সাতক্ষীরা: শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

    সাতক্ষীরায় এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    apps

    সাতক্ষীরায় এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, ‘খেলাধুলা মানুষের শরীর ও মনকে ভালো রাখে। তৃণমুল থেকে অ্যাথলেটিকসদের অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে সাতক্ষীরা আরো এগিয়ে যাবে। খেলাধুলায় সাতক্ষীরার মেয়েরা জাতীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    আজকে যারা খেলায় অংশ গ্রহণ করছে, তারাও আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলবে। সাতক্ষীরার সাবিনাসহ জাতীয় দলের খেলোয়াড়দের অনুসরণ করে তোমরাই এ জেলার সুনাম ধরে রাখবে। বিশে^র ক্রীড়া অঙ্গনে বাংলাদেশ তথা সাতক্ষীরাকে এগিয়ে রাখতে অ্যাথলেটিকসদের প্রতি আহবান জানান তিনি।’ এরআগে সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে শান্তির প্রতিক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী জেসমিন জাহান।

    জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ফারহা দিবা খান সাথীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসক পত্নী জেসমিন নাহার, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, এনডিসি সজীব তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন প্রমুখ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনব্যাপি অনুষ্ঠিত অ্যাথলেটিকস প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলা থেকে অ্যাথলেটিকসরা অংশগ্রহণ করেন। এ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস, মির্জা মনিরুজ্জামান কাকন ও সাবেক সদস্য কাজী কামরুজ্জামান।

    বাংলাদেশ সময়: ৯:২০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ