• শিরোনাম

    সাঁথিয়ায় নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান; সত্ত্বাধিকারী’র কারাদন্ড

    পাবনা প্রতিনিধি : বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

    সাঁথিয়ায় নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান; সত্ত্বাধিকারী’র কারাদন্ড

    apps

    পাবনার সাঁথিয়া পৌরসভার শশদিয়া গ্রামে নকল প্রসাধনী তৈরী ও বিক্রয় করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মঙ্গলবার (৯’ আগস্ট) ২০২২ খ্রি. সকাল ৯ টার দিকে এই অভিযানে কারখানার সত্বাধিকারী মৃত ইব্রাহিম হোসেনের ছেলে কাবিল হোসেনকে ৬ মাসের কারাদন্ড প্রদান ও তার স্ত্রী ডলি খাতুনকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এ সময় কারখানা থেকে বিপুল পরিমান দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কোম্পানীর লেবেল ও লগো উদ্ধার করা হয়। পরে কারখানায় সংরক্ষিত নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরীর জব্দকৃত মালামাল ধবংস করা হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। অভিযানের পক্ষ থেকে জানানো হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

    বাংলাদেশ সময়: ৭:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ