• শিরোনাম

    শেরপুরের চরমোচারিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

    এনামুল হক,শেরপুর: বুধবার, ৩১ মে ২০২৩

    শেরপুরের চরমোচারিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

    apps

    সময়মত ইউনিয়ন কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন” প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে বুধবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করা হয়।

    বাজেটে আয় ও ব্যায় হিসাব সমান রেখে চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদির’র সঞ্চালনায় ২ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৩শত ৩৭ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান এস এম সাব্বির আহম্মেদ খোকন। বাজেটে ইউনিয়ন পরিষদ থেকে রাজস্ব আয় ২০ লাখ ৭২ হাজার ৮ শত ৯২ টাকা ও উন্নয়ন খাত থেকে ২ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৪ শত ৪৫ টাকা ধরা হয়েছে।

    বাজেট সভায় ইউনিয়নের প‍্যানেল চেয়ারম্যান-১ মো. মিজানুর রহমান, প‍্যানেল চেয়ারম্যান-২ মো. মালম আকন্দ, ইউনিয়নের বিট পুলিশং কর্মকর্তা এসআই জাহিদ সহ সকল ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিক সহ পরিষদের অন‍্যান‍্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ