• শিরোনাম

    শিক্ষক সংকটে পাঠদান না হওয়ায় শিক্ষার্থী শূণ্য আটাশিয়া উচ্চ বিদ‌্যালয়

     নরসিংদী জেলা প্রতিনিধি বুধবার, ২৯ জুন ২০২২

    শিক্ষক সংকটে পাঠদান না হওয়ায় শিক্ষার্থী শূণ্য আটাশিয়া উচ্চ বিদ‌্যালয়

    apps

    : নরসিংদীর শিবপুরে আটাশিয়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পদে ৯ টি শিক্ষক রয়েছে, এদের মধ্যে গত ২৩ জুন ৫ জন শিক্ষককে ৬ দিনের বিষয়ভিত্তিক সৃজনশীল প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়। ফলে সংকটে প্রশাসনিক কার্যক্রমসহ পাঠদান ব্যাহত হচ্ছে। দেশে করোনার প্রাদুর্ভাবে শিক্ষার্থীদের বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়,সেই সংকট কাটিয়ে না উঠতেই সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার(২৯ জুন) বিদ্যালয়ে,কোনো শিক্ষার্থী নেই,যে কয়জন ছিলো সবাই মাঠে ছুটাছুটি করতে ব্যস্ত সংবাদকর্মীদের দেখে তড়িঘড়ি করে ক্লাসরুমে চলে যায়। দুপুর ১২ টার সময় অনেক শিক্ষার্থীদের বাড়িতে চলে যেতে দেখা যায়,তন্মধ্যে একাধিক শিক্ষার্থী জানান,বিগত ৪/৫ দিন ধরে ক্লাসে শিক্ষক যায় না, ফলে ক্লাস হয় না,তাই স্কুল থেকে বাড়িতে চলে যাচ্ছি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষক সংকট রয়েছে ৯ জন শিক্ষকদের মধ্যে ৫ জন শিক্ষককে প্রশিক্ষণে দেয়া হয়েছে, বিদ্যালয়ে পাঠদানে রীতিমতো হিমশিম খাচ্ছেন বর্তমান শিক্ষকরা। এজন্য অধিকাংশ শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব নিতে অনাগ্রহী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন জানান, শিক্ষকদের প্রশিক্ষণও করতে হবে,বিদ্যালয়ে ক্লাসও করতে হবে,একজন শিক্ষক ৪/৫ টা ক্লাস করে সমন্বয় করতে হবে। বিদ্যালয় আগে ছুটি বা ক্লাস না করার কোনো উপায় নেই।

    বাংলাদেশ সময়: ১০:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ