• শিরোনাম

    শরণখোলায় অজগরসাপ উদ্ধার

    মনিরুল হক, বাগেরহাট: সোমবার, ০৮ মে ২০২৩

    শরণখোলায় অজগরসাপ উদ্ধার

    apps

    শরণখোলার লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগরসাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ মে) সকাল ৮ টার দিকে সিপিজি সদস্যরা উপজেলার বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে উদ্ধার করেন অজগরটি। পরে সেটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন সুরক্ষায় নিয়োজিত সিপিজি সদস্য সরোয়ার তালুকদার জানান, খবর পেয়ে তারা কয়েক জন সদস্য শাহ আলমের বাড়ির পাশের একটি ঝোপ থেকে অজগরটি কৌশলে ধরে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা।

    অজগরটি ওই বাড়ি থেকে একটি মুরগী খেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজনপ্ রায় ৮ কেজি। সকাল ১০টার দিকে অজগরটিকে রেঞ্জ অফিসের পাশের বনে ছেড়ে দেওয়া হয়েছে।

    বাংলাদেশ সময়: ৯:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ