• শিরোনাম

    রামপুর আদর্শ আলিম মাদ্রাসা ময়দানে ৭০তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

    মোঃ ওমর ফারুক : সোমবার, ০৪ মার্চ ২০২৪

    রামপুর আদর্শ আলিম মাদ্রাসা ময়দানে ৭০তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

    apps

    চাঁদপুর জেলার রামপুর দরবার শরীফে পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ওয়াজউদ্দিন (রঃ) ও এলাকার বাসী উদ্যেগে প্রতি বছরে ন্যায় রামপুর দরবার শরীফে আয়োজনে বিশাল ইছালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত পবিএ মাসের পবিওতা রক্ষা ও দেশের শান্তি উন্নয়নের জন্য এই মাহফিল প্রতি বছরে মত এবারও অনুস্ঠিত হতে যাচ্ছে, বহু দূর দুরান্ত হবে ধর্ম প্রান মুসল্লীরা আল্লাহর দরবারে সন্তুষ্টি লাভের জন্য এই মাহফিলে আয়োজন করা হয়েছে

    সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মাহাবুবুর রহমান খান, রামপুর।

    প্রধান অতিথি, জনাব মোঃ নাজমুল হাসান ব্যবস্থাপনা পরিচালক, হাসান টেকনো বিল্ডার্স লিঃ

    বিশেষ অতিথি
    জনাব মোঃ আল মামুন পাটওয়ারী চেয়ারম্যান, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর।

    উক্ত মাহফিলে আমন্ত্রিত বিশ্ব বরন্য ওলামা মাশায়েখ হিসাবে বয়ান পেশ করিবেন।

    আলহাজ্ব হযরত মাওঃ জিল্লুর রহমান ফারুকী
    অধ্যক্ষ, আলগী বাজার আলীম মাদ্রাসা, হাইমচর।

    মুফতি হাফেজ মাওলানা কাউছার আহমেদ
    খতিব, সদর হাসপাতাল জামে মসজিদ, কুমিল্লা।

    আলহাজ্ব হযরত মাওলানা জসীম উদ্দীন আল কাদেরী
    অধ্যক্ষ, বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।

    মুফতি মাওলানা ফজলুল কাদের বাগদাদী খতিব, হযরত মাদ্দাখা জামে মসজিদ, আলীগঞ্জ।

    হযরত মাওলানা মোঃ তাজুল ইসলাম মহানবী, ছোট সুদর আল-আমিন সিনিয়র মাদ্রাসা।

    মাহফিলটি পরিচালনা করিবেন
    আলহাজ্ব হযরত মাওলানা আবু জাফর মোঃ মাঈনুদ্দিন অধ্যক্ষ, রামপুর আদর্শ আলিম মাদ্রাসা।

    সার্বিক তত্ত্বাবধানে
    মাওঃ মোঃ ফখরুল ইসলাম মাওঃ মোঃ ইকবাল খান

    আরজগুজার মাহফিল এন্তেজামিয়া কমিটি।

    আরও বহু ওলামায়ে আহলে সুন্নাত তাশরিফ আনিবেন। ক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো’জাহানের অশেষ নেকী হাসিল করুন। মাহফিলে মহিলাদের পর্দা সহকারে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনার সু-ব্যবস্থা করা হয়েছে। যাতে কয়েক শতাধিক মহিলা মুসুল্লিরা অংশ গ্রহণ করতে পারেন । মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হবে।

    প্রতি বছরের ন্যায় মাহফিলটি সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভাবে পরিচালানোর জন্য অএ মাদ্রাসার শিক্ষক,পরিচালনা কমিটি ও এলাকাবাসী নিভিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আলহামদুল্লিাহ বিশ্বব্যাপী সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ জানিয়ে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ইছালে ছাওয়াব মাহ্ফিলটি সুন্দরভাবে শেষ হবে।আপনারা বার্ষিক ইছালে ছাওয়াল মাহফিলে দলে দলে যোগ দান করিয়া দো-জাহানে অশেষ নেকি হাসিল করুন।

    বাংলাদেশ সময়: ৮:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    যুগে যুগে নবীরা কেন এসেছেন

    ২৮ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ