• শিরোনাম

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংগঠিত চাঞ্চল্যকর আব্দুল্লাহ আল সোহান হত্যা মামলার ০২ আসামীকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    নিজস্ব প্রতিবেদক শনিবার, ০১ এপ্রিল ২০২৩

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংগঠিত চাঞ্চল্যকর আব্দুল্লাহ আল সোহান হত্যা মামলার ০২ আসামীকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

    apps

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

    এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল ৩১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ কুমিল্লা জেলার মেঘনা থানাধীন মোল্লাকন্দি এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ীর চাঞ্চল্যকর আব্দুল্লাহ আল সোহান হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সাজিদ হোসেন (২১), পিতা- তোজাম্মেল হোসেন, মাতা- ইসরাত জাহান সুমি, স্থায়ী সাং- অজ্ঞাত, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট, এ/পি- গোলাপবাগ, যাত্রবাড়ী, ডিএমপি, ঢাকা ও ২। মোঃ সোহেল (২২), পিতা- জজ মিয়া, মাতা- জামেনা বেগম, স্থায়ী সাং- মোল্লাকান্দি, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, এ/পি- মানিকনগর মডেল স্কুলের সামনে, থানা- মুগদা, ঢাকা বলে জানা যায়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যা কান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। “আব্দুল্লাহ্ আল সোহান” হত্যা মামলার এজহারভুক্ত ০১নং আসামী মোঃ শামিম শেখ বিজ্ঞ আদালতের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে যে, সাজিদ হোসেন (২১) এবং সোহেল রানা (২২) উক্ত হত্যা সংগঠনের সাথে সরাসরি জড়িত ছিল। তারা উক্ত হত্যাকান্ডের পর নিজেদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য কুমিল্লা জেলার মেঘনা এলাকায় আত্মগোপনে ছিল বলে জানায়।

    গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ৯:১৪ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ