• শিরোনাম

    মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কিত সারাদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- বুধবার, ১৫ জুন ২০২২

    মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কিত সারাদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    apps

    জামালপুরের মেলান্দহ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কিত সারাদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। শারমিন আক্তার উপজেলা প্রতিনিধি জামালপুর। উক্ত কর্মশালায় সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ মোট উপরোক্ত ১০ টি বিষয়ে বিস্তর প্রসারিত আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান মহোদয়, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: মোঃ ইউনুছ আলী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জেসমিন আখতার সহ প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান গণ ও উপজেলার প্রতিটি দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার উদ্দেশ্যে বলেন জননেত্রী শেখ হাসিনার যে ১০ টি উদ্যোগ সম্পর্কে সুদুরপ্রসারি আলোচনা করা হলো তা যেন আমরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার সাথে উন্মুক্তভাবে আলোচনা করি এবং সবাইকে সরকারি সকল সুবিধাদী সম্পর্কে অবগত করার জন্য আহ্বান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনসাধারণের মধ্যে সকল সুবিধাদী অবগতির বিষয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান। সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে,সকলের সহযোগিতায় যেনো আরোও সুন্দর,স্বচ্ছতার সহিত বাংলাদেশ এগিয়ে যেতে পারে,তার অংশ হিসেবে মেলান্দহ উপজেলা যেনো বাংলার বুকে উদাহরণ হয়ে থাকে এই আশাবাদ ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

    বাংলাদেশ সময়: ১:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ