• শিরোনাম

    মাত্র ৫ মাসের ৭৪ কার্যদিবসে প্রায় ৭শ মামলা নিষ্পত্তি

    পি,সি দাস, দিনাজপুর সোমবার, ১১ জানুয়ারি ২০২১

    মাত্র ৫ মাসের ৭৪ কার্যদিবসে প্রায় ৭শ মামলা নিষ্পত্তি

    apps

    পি,সি দাস, দিনাজপুর

    দিনাজপুরের সিআরপিসি কোর্টের নজির স্থাপন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ। তিনি যোগদানের পরপরই গত ৫ মাসে ফৌজদারী কার্যবিধির অধীন ২৭০টি মামলা নিষ্পত্তি করেছেন। এই ২৭০ টি মামলা তিনি ৭৪ কার্যদিবসে সম্পন্ন করে সিআরপিসি কোর্টে বিচারক হিসেবে নজির স্থাপন করেছেন। ইতিপূর্বে এই আদালতে মানুষকে বছরের পর বছর ঘুরতে হলেও বর্তমানে তিনি কার্যভার গ্রহন করার পরপরই দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে বিচার প্রার্থীদের সুবিচারের পথ সুগম করে দিয়েছেন। এই ৭৪ কার্যদিবসে তিনি ২৭০ টি মামলার ১৪৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন। যা অতিতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এছাড়াও তিনি ক্রিমিনাল আপীল মামলার অধীন গত ৫ মাসে এই ৭৪ কার্যদিবসে ৪১১টি ক্রিমিনাল আপিল মামলা নিষ্পত্তি করেছেন। মামলা সংক্রান্ত ব্যাপারে কেউ যেনো বিচার প্রার্থীকে ভূল বুঝাতে না পারে এবং বিচারপ্রার্থী যেনো হয়রানীর স্বীকার না হয় তারই সুবিধার্থে তিনিই প্রথম নিষ্পত্তি হয়ে যাওয়া ফৌজদারী ও ক্রিমিনাল মামলার মোট ৬৮১টি নিষ্পত্তি মামলার তালিকা কম্পিউটার কম্পোজ করে তার আদালতের সামনে টাঙ্গিয়ে দিয়েছেন। যা ইতিপূর্বে এই সিআরপিসি কোর্টের কোন বিচারক করেননি। অনেক বিচারপ্রার্থী মন্তব্য করেছেন কাজের দক্ষতায় ও একজন আইন অভিজ্ঞ ব্যাক্তি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ সিআরপিসি কোর্টের নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলাগুলি আইনের মাধ্যমে দ্রুত নিষ্পপ্তি করে দিবেন। ভালো কাজ করতে গেলে কিছু বাধার সম্মুক্ষিন হতে হয়। আর এই বাধার সম্মুখিন হয়েছেন সৎ ও যোগ্য বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদ। যারা দীর্ঘ দিন বিচার প্রার্থীদের আইনের মারপ্যাচে ফেলে দিনের পর দিন মামলা তারিখের অজুহাতে ঘুরাতে থাকে বিচারক আসিফ মাহমুদ তাদের অনেকরা ভাতের থালে ছাই দিয়ে দিয়েছেন। এব্যাপারে বিচারক এডিএম আসিফ মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন, বিচারপ্রার্থীরা অহেতুক সামান্য মামলায় বিচারের জন্য বছরের পর ঘুরবে এটা সবার জন্য লজ্জা জনক। যেখানে সয়ক মাননীয় প্রধামন্ত্রী বলেছেন বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সে কারনেই আমরা যারা বিচারকের আসনে বসে আছি অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করতে বাধ্য। তাই স্বাক্ষ্য প্রমান নিয়ে ও বাদী বিবাদীদের নিযুক্ত বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্কের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির পক্ষে আমার উপর যতদিন এই অর্পিত দায়িত্ব আছে আমি ততদিন এই দায়িত্ব পালন করে যাবো।

    বাংলাদেশ সময়: ৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ