• শিরোনাম

    মনোহরদীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন

    কামরুল ইসলাম ,মনোহরদী প্রতিনিধি বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

    মনোহরদীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন

    মনোহরদীতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন

    apps

    নরসিংদীর মনোহরদীতে “ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের নির্দশনায় মনোহরদীতেও এই সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবার ‘১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন জানান, উপজেলা পর্যায়ে ভূমি সেবায় বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে “ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর”। ইউনিয়ন পর্যায়ে “ডিসিআর ও খতিয়ান দেওয়ার উদ্যোগ নেওয়াকে ভূমি সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কে প্রচার এবং ভূমি সেবা সংক্রান্ত বুকলেট ও লিফলেট বিতরণ” ইত্যাদিও থাকছে পাঁচ দিনের এই ভূমি সপ্তাহে।

    বাংলাদেশ সময়: ৬:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ