• শিরোনাম

    মনোহরদীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর পেলেন ১৯ পরিবার

    কামরুল, মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি: মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

    মনোহরদীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর পেলেন ১৯ পরিবার

    apps

     মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে সারা দেশের ন্যায় নরসিংদীর জেলার মনোহরদী উপজেলাতে এ কার্যক্রম এগিয়ে চলেছে অদম্য গতিতে। এরই ধারাবাহিকতায় মনোহরদীতে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে ৩য় পর্যায়ে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। যা উপজেলা প্রশাসনের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচার করা হয়। এই উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ৩২৯০৪ জন উপকারভোগীর নিকট ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়, যার মধ্যে এ উপজেলায় রয়েছে ১৯ টি গৃহ। মনোহরদী উপজেলা পরিষদ হলরুম থেকে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সকালে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় যা কেন্দ্রীয় অনুষ্ঠানের পূর্বে সমাপ্ত হয়। এ সময় সম্পাদিত কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহ প্রদানের সার্টিফিকেট পৃথকভাবে প্রত্যেক উপকারভোগীর নিকট হস্তান্তর করা হয়। জানা যায়, মনোহরদী উপজেলাতে এই কার্যক্রমের আওতায় ১ম ও ২য় পর্যায়ে মোট ৫০ টি পারিবারকে পুনর্বাসিত করা হয়েছে। ৩য় পর্যায়ে এই উপজেলায় ১৭২টি একক গৃহের অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে বর্তমানে খিদিরপুর ইউনিয়নে ৯টি এবং গোতাশিয়া ইউনিয়নে ১০টি, মোট ১৯টি একক গৃহ নির্মিত হয়েছে। নির্মিত গৃহসমূহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করার জন্য প্রস্তুত করা হয়েছে। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর সকল গৃহে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে এবং প্রতি ১০টি ঘরের জন্য ১ টি করে নলকূপ স্থাপন করা হয়েছে। এ সকল গৃহ নির্মাণ ও হস্তান্তরের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, ডিজাইন ও স্পেসিফিকেশন পরিপূর্ণভাবে অনুসরণ ও নিয়মিত মনিটরিং এর প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। এসময় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুল হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপকারভোগীসহ প্রমুখ।

    বাংলাদেশ সময়: ৫:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ