• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ওলি কুলের শিরোমনি ডাঃ সুজাত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির ওরশ মোবারক

    মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

    ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ওলি কুলের শিরোমনি ডাঃ সুজাত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির ওরশ মোবারক

    apps

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর রেলগেট সংলগ্ন মরহুম এরশাদ আলী হাজীবাড়িতে শাহান শাহে তরিকত হযরত দয়ালবাবা শাহসুফি ডাঃ সুজাত আলী রহমাতুল্লাহি আলাইহি,র স্মরণে ২ দিন ব্যাপী ৩৪ তম মহাপবিত্র ওরশ মোবারক গত ২৫ ও ২৬ ডিসেম্বর বাংলা ১০ ও ১১ পৌষ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজার হাজার মুরিদান ও ভক্ত আশেকানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথম দিন সভাপতিত্ব করেন মাজার পরিচালনা কমিটির সভাপতি আবু শ্যামা সরদার,ও ওরশ কমিটির সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আশরাফুল হক সুমন, অনুষ্ঠানের শুরুতেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরজাদা ডাঃ জাফর শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক আলমগীর ওসমান ভূঁইয়া, সাংবাদিক মনিরুজ্জামান মনির, অনলাইন নিউজ পোর্টাল চিনাইর ডট কম এর সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী রুনু, সোনালী ব্যাংক কর্মকর্তা শাহআলম, চিনাইর আঞ্জুমানারা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহন মাস্টার।

    মাজার কমিটির সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আতাউর রহমান পাগলা,শফিক মিয়া,আমজাদ মোল্লা,মফিজ মিয়া,শাহআলম মিয়া,সাদু মিয়া,সদু মিয়া, আলী মিয়া,মোখলেছ মিয়া,হাবিব মিয়া,নয়ন মিয়া, আরিফ মিয়া,সজিব, আবু সাইদ,আবু বক্কর,রাব্বি,দিপু মিয়া,মস্তুু মিয়া, সেন্টু মিয়া, মাহবুব মিয়া, জাহাঙ্গীর মিয়া প্রমূখ। ওরশ মোবারকে প্রথম দিন বাউল গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জহির পাগলা ও শাপলা সরকার। ২৬ ডিসেম্বর দ্বিতীয় দিন গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল ও পালা গান সম্রাজ্ঞী দেওয়ান বাবলী সরকার ও নয়ন শেখ।

    বাংলাদেশ সময়: ২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ